Logo

রাজনীতি    >>   আগামী দুবছরে ৫ লাখ কর্মসংস্থান: আসিফ মাহমুদ

আগামী দুবছরে ৫ লাখ কর্মসংস্থান: আসিফ মাহমুদ

আগামী দুবছরে ৫ লাখ কর্মসংস্থান: আসিফ মাহমুদ

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় যুব পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামী দুই বছরে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করেছেন। শুক্রবার (১ নভেম্বর) সকালে অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, "আমরা জুলাই গণ-অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছি," উল্লেখ করে এই কর্মসূচির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি তরুণদের প্রতি তার সম্মান জানানোর পাশাপাশি উল্লেখ করেন, “তরুণরা স্বাধীনতার জুলাই বিপ্লবে রক্ত দিয়েছে। নতুন দেশ গঠনে তরুণরাই মূল চালিকাশক্তি।”

এছাড়া, যুব উন্নয়ন অধিদফতরের অধীনে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা তরুণদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। যুবকদের দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এসব পুরস্কার প্রদান করা হয়।

সরকারের তরুণদের প্রতি এ ধরনের উদ্যোগ ভবিষ্যতের কর্মসংস্থানে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert